ভালো খবরের আকাল এমুহূর্তে। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিকা আরডার্নের ঘোষণাটি সেই আকালে কিছু ভিন্নতা এনে দিল।আনুষ্ঠানিকভাবে জানালেন, তাঁর দেশে ভাইরাসজনিত বিধিনিষেধ আপাতত আর দরকার নেই।
আসলে জাসিকা তাঁর দেশে করোনাকে ভালো করে কামড় বসাতেই দেননি। জনসংখ্যা কম বলেই যে নিউ জিল্যান্ড ভাইরাসযুদ্ধে সফল তা বলা যাবে না। বরং তড়িৎ সিদ্ধান্ত ও তার প্রয়োগে দেশটি নিরাপত্তা খুঁজে পেল। বিশেষজ্ঞদের মতামত সেখানে গুরুত্ব পেয়েছিল বরাবরই। সঙ্গে ছিল পরিণত রাজনৈতিক অনুমান।
রোগীর সংখ্যা যখন ত্রিশ তখন দেশকে লকডাউন করে দেন জেসিকা আরডার্ন। গত ২-৩ সপ্তাহে যে ৪০ হাজার জনকে পরীক্ষা করা হয়েছে তাতে নতুন কোন সংক্রমণ পাওয়া যায়নি। তবে বিধি-নিষেধ তোলার সময়ও নতুন সংক্রমণের প্রস্তুতির কথা জানিয়ে রাখা হয়েছে।
করোনাকালের পৃথিবীতে যেসব নেতা দেশকে ভালোভাবে নেতৃত্ব দিলেন জাসিকা তার সামনের সারিতে থাকবেন নিঃসন্দেহে। দুর্যোগেই নেতৃত্বের দক্ষতা ও দূরদর্শিতার পরীক্ষা হয়। যেকোন দেশ ভালো নেতৃত্বের জন্য অভিনন্দন পেতে পারে।
গুডলাক নিউ জিল্যান্ড।
আপনার মতামত লিখুন :