পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের মনোনয়ন জমা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ন
পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের মনোনয়ন জমা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বহ্নি শিখা আশার নিকট দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, পঞ্চম বারের মত নৌকার মার্কা নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমি নির্বাচিত হলে বোদা-দেবিগঞ্জের কোন রাস্তা কাঁচা থাকবে না, সব রাস্তা পাকা করা হবে। এছাড়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো মনিরুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউছুফ আলী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: