রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেই তা জেনেই ও চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেই তা জেনেই ও চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর

লাইসেন্স না থাকায় তিন বার অভিযান চালানো হয়েছিল রিজেন্ট হাসপাতালে, করা হয়েছিল জরিমানা। তা জেনেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে বেসরকারি এই হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের তৎকালীন সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানটির সঙ্গে কীভাবে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি করল- এই প্রশ্নের উওর কে দিবে।

ভুয়া করোনা ভাইরাস পরীক্ষা ব্যাপারে বাহিরের দেশে জানা জানি হলে এতে বাঙলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর দায় কি সরকার নিবে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: