মিরপুর টেস্টে ব্যাট হাতে হাতে গোনা কয়েকজন সুবিধা করতে পারলেও অধিকাংশই ব্যর্থ ছিলেন। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে এই প্রথম নয়, বরং এবার ঘটল পুনরাবৃত্তি। কিন্তু কেন বারবার এমনটা ঘটছে, ম্যাচ শেষে তারই বর্ণনা দিলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
বাংলাদেশ দলের ব্যাটিং ধস সমাধানে করণীয় সম্পর্কে ডোমিঙ্গো বলেন, ‘এর কারণ জানলে এমনটি হতে দিতাম না। তবে আমাদের অবশ্যই এটা রোধে কিছু একটা করতে হবে। এর একটি সমাধান হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’
টাইগার কোচ আরও বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রানের পুঁজি পেলেও শুরুটা ভালো ছিল না স্বাগতিক বাংলাদেশের। মাত্র ২৪ রান তুলতেই হারিয়ে বসেছিল প্রথম পাঁচজন ব্যাটারকে। এরপর অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এদিকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল প্রায় একই ধরনের। এবার ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ৫৩ রানে হারায় পঞ্চম উইকেট।
আপনার মতামত লিখুন :