গাজার রাফাহ অঞ্চলের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়দানকারী তাঁবুতে ইসরাইলের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহর আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং ৫০ জন আহত হয়েছেন।
ইসরাইলি ট্যাঙ্কগুলো বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর পর উদ্ধারকারী দল ১৮ জনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ৩৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।
আপনার মতামত লিখুন :