যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতাও রয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা কাজ শুরু করেছে। দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়া ও আর ও ৪ জন পর্যটক ও একজন গাইড ছিলেন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। দুই বিমানের আরোহীদের কেউই জীবিত নেই।
2021-05-04 17:58:49
আপনার মতামত লিখুন :