যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৪


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ২, ২০২২, ৮:১৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা। এবার ওকলাহোমার টিউলসা শহরের একটি হাসপাতালে। বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু।আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছে বলে জানাচ্ছে ওকলাহোমার আইনশৃঙ্খলা বাহিনী।

টিউলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এক ব্যক্তি এই বন্দুক হামলা চালায় বলে বিবিসি জানিয়েছে। ওই হাসপাতালে বন্দুক হামলা হচ্ছে এমন একটি ফোনকল পেয়ে তিন মিনিটের মধ্যে সেখানকার পুলিশ পৌঁছে যায়।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে এক যুবকের বন্দুক হামলার ১৯ শিশুসহ ২১ জনের প্রানহানি হয়। এই শোক কাটিয়ে না উঠতেই আরেকটি বন্দুক হামলা প্রত্যক্ষ করল মার্কিনিরা।

টিউলসার হাসপাতালে বন্দুখ হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে। তবে সে আত্মঘাতী হয়েছে না কি আআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে জানা যায়নি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: