যুক্তরাষ্ট্রের শীর্ষ জমির মালিক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৪:২২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের শীর্ষ জমির মালিক

প্রতি বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ জমির মালিকদের তালিকা প্রকাশ করে দ্য ল্যান্ড রিপোর্ট নামের একটি ম্যাগাজিন। তালিকার শীর্ষে থাকা সবাই লাখ লাখ একর জমির মালিক। দ্য ল্যান্ডের ২০২৩ সালের প্রতিবেদনে শীর্ষে অবস্থান করছেন জন ম্যালোন।

 

জন ম্যালোন

যুক্তরাষ্ট্রে সেরা জমির মালিকানায় শীর্ষে জন ম্যালোন। দেশটির ২২ লাখ একর জমি তার অধীনে। সখের জায়গাজুড়ে রয়েছে তার জমি, স্ত্রী ও ঘোড়া। ডেনভারের বিলিয়নেয়ারের তালিকায়ও রয়েছে ম্যালোনের নাম।

টেড টার্নার

তিনি শুধু বিশ্ব গণমাধ্যম সিএনএনেরই মালিক নন, যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর শীর্ষ জমির মালিকদের মধ্যে তার অবস্থান সবার ওপরে। বর্তমানে দেশটির ২০ লাখ একর জমির মালিকানায় রয়েছে তার নাম।

এমারসন পরিবার

জমি অধিগ্রহণে শীর্ষ তিনে এমারসন পরিবার। লগিং প্রতিষ্ঠান সিয়েরা প্যাসিফিক ইন্ডাস্ট্রিজের (এসপিআই) মালিকানায় রয়েছে পরিবারটি। যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ লাখ ৬০ হাজার একর জমির মালিক পরিবারটি।

ব্রাড কেলি

উনি যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী। টেক্সাস, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোয় তার জমির পরিমাণ প্রায় ১৫ লাখ একর। সম্প্রতি মার্কিন লোনলি প্লানেটের অধিগ্রহণ করেছে তার প্রতিষ্ঠান এনসি-২ মিডিয়া কোম্পানি।

আরভিং পরিবার

যুক্তরাষ্ট্রের অ্যাশল্যান্ড ও মেইনে প্রায় ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত কাঠের করাতকলের মালিকানায় রয়েছে এই আরভিং পরিবার। বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের জমির পরিমাণ ১২ লাখ ৫০ হাজার একর।

সিঙ্গলটন পরিবার

জমির মালিকানায় শীর্ষ ছয়ে এ পরিবার। পরিবারটি অনেক আগে থেকে পশুপালনের সঙ্গে জড়িত। এদের বেশির ভাগ জমিই নিউ মেক্সিকোয়। অঞ্চলটির প্রায় ১১ লাখ একর জমির মালিক এই সিঙ্গলটন পরিবার।

রাজা রাঞ্চের উত্তরাধিকারী

এদের বেশির ভাগ জমিই কৃষিকাজে ব্যবহার হয়। পূর্বপুরুষ পশুপালনের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে কৃষিজমি হিসেবে ব্যবহার করছে। ৯ লাখ ১১ হাজার ২১৫ একর জমি রয়েছে রাজা রাঞ্চের উত্তরাধিকারীদের।

স্ট্যান ক্রোয়েনকে

যুক্তরাষ্ট্রে রকি পর্বতমালার প্রায় ৫ লাখ ৪০ হাজার একর জমিতে রয়েছে তার বিশাল খামার। তার জমির পরিমাণ প্রায় ৮ লাখ ৪৮ হাজার ৫৭১ একর।

পিঙ্গরি উত্তরাধিকারী

এদের জমির পরিমাণ ৮ লাখ ৩০ হাজার একর। ১৮৪০ সালে ডেভিড পিঙ্গরি বিশাল জমি ক্রয়ের মাধ্যমে তাদের বাণিজ্য শুরু করেন। সে সময় তিনি ১০০টির মতো টাউন অধিগ্রহণ করেছিলেন।

রিড পরিবার

গ্রিন ডায়মন্ড রিসোর্স নামের প্রতিষ্ঠানটির মালিক এ পরিবার। এছাড়া ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের বনের অধিকাংশের মালিকানায় রয়েছে তারা। বর্তমানে তাদের জমির পরিমাণ ৭ লাখ ৩০ হাজার একর।

 

 

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে বিয়ে কতে যাচ্ছে: বিজয়-রাশমিকা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: