মেসিবিহীন মায়ামির বিপক্ষে মন্টেরির জয়


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন
মেসিবিহীন মায়ামির বিপক্ষে মন্টেরির জয়

দলের প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়া দিশাহীন ইন্টার মায়ামি আবারও পেয়েছে হারের তেতো স্বাদ। এবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে হেরে গেছে মন্টেরেইর কাছে।

ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ২-১ গোলে হারে দশজনের ইন্টার মায়ামি। সব মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন মায়ামি, হার দুটিতেই।

ম্যাচের ১৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে টোকায় গোল করে দলকে এগিয়ে নেন টমাস আভিলেস। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা ৬৫তম মিনিটে ডেভিড রুইজের দ্বিতীয় হলুদ কার্ড সবকিছু এলোমেলো করে দেয়।

১০ জনের মায়ামিকে পেয়ে আক্রমণের ধার বাড়ায় মন্টেরেই। যার ফলও পেয়ে যায় দ্রুতই। ৬৯তম মিনিটে মনটেরির হয়ে সমতা টানেন ম্যাক্সিমিলিয়ানো মেজা। আর ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন জর্জ রদ্রিগুয়েজ।

ম্যাচ জুড়েই খুব একটা ছন্দে দেখা যায়নি মায়ামিকে। পুরো ম্যাচে ৪১ শতাংশ বলের দখল ছিল তাদের অনুকূলে। ৮ শটের দুটি কেবল রাখতে পারে লক্ষ্যে। বিপরীতে ২১টি শটের ৮টিই লক্ষ্যে রাখে মন্টেরেই।

ম্যাচ শেষে কোচ জেরার্দো মার্তিনো বলেন, এই ম্যাচে খেলার মতো অবস্থায় ছিলেন না মেসি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: