চোটের কারণে লিওনেল মেসির না খেলার বিষয়টি নিশ্চিত ছিল আগে থেকেই। তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ইন্টার মায়ামিকে। মেক্সিকোর দল পিউবলাকে হারিয়ে লিগস কাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে জেরার্দো মার্তিনোর দল।
ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে প্রতিযোগিতার ‘এন’ গ্রুপে পিউবলাকে ২-০ গোলে হারায় মায়ামি। দুই অর্ধে গোল দুটি করেন যথাক্রমে মাতিয়াস রোয়াস ও লুইস সুয়ারেজ।
ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় মায়ামি। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। দুটি থেকে জাল খূঁজে নেয় দলটি। বিপরীতে ১২টি শটের ২টি লক্ষ্যে রাখলেও জালের দেখা পায়নি পিউবলা।
ম্যাচের নবম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে খুব কাছ থেকে উঁচু শটে দলকে এগিয়ে নেন মাতিয়াস। ১৬তম মিনিটে হুলিয়ান গ্রেসেলের শট পোস্টে বাধা পেলে এ যাত্রায় ব্যবধান বাড়েনি। ৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে জর্দি আলবার ক্রসে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ।
বাংলাদেশ সময় আগামী রোববার সকালে নিজেদের পরের ম্যাচ খেলবে মায়ামি। লিগস কাপে এদিও তাদের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব, টাইগার্স ইউএএনএল।
আপনার মতামত লিখুন :