মির্জা ফখরুলের জামিনের আবেদন নামঞ্জুর


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন
মির্জা ফখরুলের জামিনের আবেদন নামঞ্জুর

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ আদেশ দেন।

সে সময় মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ আরো কয়েকজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।

এর আগে ২ নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এর পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থতার কারণে শুনানি পেছাতে সময় আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের দুদিন পিছিয়ে গতকাল জামিন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

গত ২৮ অক্টোবর ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুরের মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার দেখায় পুলিশ। এ ঘটনায় বিএনপির ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: