মিয়ানমারে পাকতাওয়ে দখল নিতে বিমান হামলা চালিয়েছে: জান্তা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন
মিয়ানমারে পাকতাওয়ে দখল নিতে বিমান হামলা চালিয়েছে: জান্তা

মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে রাখাইন প্রদেশের গুরুত্বপূর্ণ শহর পাকতাওয়ের নিয়ন্ত্রণ দখল করতে বিমান ও কামান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী।

গত ১৫ নভেম্বর আরাকান আর্মি পাকতাও শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে শহরটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, পাকতাও শহরে ক্রমাগত ভারী অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী।

আরাকান আর্মির টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে পাকতাও শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামরিক জান্তার মুখপাত্র জাও মিন তুন গত মঙ্গলবার বলেছেন, পাকতাও শহরের চারপাশে যুদ্ধ করছে সামরিক বাহিনী।

সূত্রঃ দ্য ডন

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: