বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বীপ দেশ মালদ্বীপে তাদের নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে। নবনিযুক্তরা প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।
এ উপলক্ষে প্রেসিডেন্টের দফতরে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট সলিহ নতুন দূতদের স্বাগত জানান।
বাংলাদেশের দূত রিয়ার এডমিরাল নাজমুল হাসানের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট সলিহ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে হাত বাড়িয়ে দেয়ার জন্য ঢাকা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে চলমান কোভিড-১৯ মহামারীর সময় বাংলাদেশ সরকার সেখানে খাবার, ওষুধ, সরঞ্জাম ও চিকিৎসা কর্মী পাঠায়।
মালদ্বীপে বিদেশী কর্মীদের বেশিরভাগ বাংলাদেশী। তাদের অবদানের কথা স্বীকার করে সলিহ কাগজপত্র-বিহীন শ্রমিকদের নিয়মিতকরণ ও প্রত্যাবাসন কর্মসূচিতে বাংলাদেশ সরকারের সহায়তার প্রশংসা করেন।
পাকিস্তানের নতুন দূত ভাইস এডমিরার আতহের মুখতারের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মালদ্বীপের শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়ন খাতে পাকিস্তান সরকারের অবদানের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
শ্রীলঙ্কার নতুন দূত রোহানা বেদাগ্গে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা ও পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাবর্ধেনার পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছাবার্তা পৌছে দেন।
2021-05-04 18:17:50
আপনার মতামত লিখুন :