এবার মাঠে বসে নেইমার- এমবাপ্পেদের ম্যাচ দেখলেন ফ্রান্সের দর্শকরা। লা হাভ্র-এর ২৫ হাজার আসনের স্টেডিয়ামে স্বাগতিকদের সাথে পিএসজির প্রীতি ম্যাচে গ্যালারিতে ছিলেন প্রায় ৫ হাজার ফুটবলপ্রেমী।
মাঝপথে ফরাসি লিগের শিরোপা নিষ্পত্তি হলেও পিএসজিকে এখনও খেলতে হবে ফ্রেঞ্চ ও লিগ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
তারই প্রস্তুতি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার, ইকার্দি, এমবাপ্পেরা। দ্বিতীয় সারির দল লা হাভ্র-এর বিপক্ষে পিএসজির জয় ৯-০ গোলে।
ম্যাচের আগে মাস্ক পড়ে স্টেডিয়ামে প্রবেশ করেন দর্শকরা। ২৪ জুলাই ফ্রেঞ্চ কাপ ফাইনালে পিএসজি লড়বে সা এতিয়েনের বিপক্ষে।
৩১ জুলাই লিগ কাপ ফাইনালে প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে আটালান্টার বিপক্ষে।
আপনার মতামত লিখুন :