মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে: যুক্তরাষ্ট্র


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে: যুক্তরাষ্ট্র

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মশাবাহিত চিকোনগুনিয়া রোগের টিকা অনুমোদন দিয়েছে।

এখন পর্যন্ত চিকোনগুনিয়ার নির্দিষ্ট কোন ওষুধ নেই। তিন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। আর ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী।

এফডিএর কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস বলেন, প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ এ রোগে আক্রান্ত হয়। এর ফলে শরীরে ব্যথা, জ্বর সহ আরও নানান প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষকরে শারীরিকভাবে দুর্বল ও বয়স্ক লোকদের এ রোগের উপসর্গ বেশী আক্রান্ত করে ফেলে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে ফুসকুড়ি, মাথাব্যথা এবং পেশী ব্যথা। এ রোগে একবার আক্রান্ত হলে জয়েন্টে ব্যথা কয়েক মাস বা এমনকি বছর ধরেও চলতে পারে।

যদিও ডেঙ্গুর মত অতটা প্রাণঘাতী নয় চিকুনগুনিয়া। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান। তবে ডেঙ্গুর মত চিকুনগুনিয়ারো একই বাহাক এডিস মশা।

এবছর সেপেটেম্বর পর্যন্ত ৪ লাখের অধিক চিকুনগুনিয়ায় আক্রান্ত ও ৩৫০ জন নিহত হয়েছেন। এফডিয়ে বলছে, এখন পর্যন্ত ৫০ লাখ চিকুনগুনিয়ায় আক্রান্তের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: