ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে কোন বাংলাদেশি ইতালি যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থানের কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রায় ১ হাজার ৬০০ বাংলাদেশি ইতালিতে গেছে, যারা কোন ভুয়া করোনা সার্টিফিকেট বহন করেনি।
বিতর্কিত জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইতালি যাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়ার সময় কভিড-১৯ সনদ থাকার বিষয়টি বাধ্যতামূলক করেনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া কভিড-১৯ ’নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশিরা ইতালি গেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিচ্ছে তা সঠিক নয়।
এছাড়া ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ওপর আগামী ২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন খবরও সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :