ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:১১ অপরাহ্ন
ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু

মুনা মুস্তাফা: এই সপ্তাহে ভিক্টোরিয়ার করোনা ভাইরাস কেস এর আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা কিন্তু করোনা ভাইরাসে মৃত্যু সর্বোচ্চ রেকর্ড করেছে।

গত ২৪ ঘন্টায় ৭৩ টি নতুন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে যেটি জুলাইয়ের ৩ তারিখের পরে সর্বনিম্ন বলে জানায় ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিস। এদিকে ৪১ জন ব্যক্তির করোনা পজিটিভে মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা।

একদিন আগে ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়্যাল এন্ড্রু সেপ্টম্বরে স্টেজ ফোর রেসটিকসনের শেষে কি পরিবর্তন আসবে তা নিরধান করার এখন ও সময় আসেনি বলে উল্লেখ করেন।

রবিবার ১১৪ জন ও শনিবার ৯৪ জন নতুন পজিটিভ কেস পাওয়া গিয়েছে যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রিট সুটন বলেন আশাকরা যাচ্ছে সামনের সপ্তাহে এই সংখ্যা ১০০ এর নিচে নেমে আসবে।

2021-05-04 18:11:16

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: