ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত দাবি চীনা সংবাদমাধ্যমের


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ২:৩৮ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত দাবি চীনা সংবাদমাধ্যমের

চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতের তিন সেনা নিহত হয়েছেন। আর চীন দাবি করছে তাদের পাঁচজন সেনা মারা গেছে।

চীনের প্রথম সারির সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সাংবাদিকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

ওই সাংবাদিক টুইটারে লিখেন, ‘চীনা সেনাবাহিনীর পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন।’

এদিকে ওই সংবাদমাধ্যম ফের টুইটারে দাবি করে যে, তাদের কাছে কোনও নিশ্চিত খবর নেই। তারা কোনও সংখ্যা প্রকাশ করছে না।

ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই সেনা সদস্য নিহত হয়।

ভারতীয় সেনা সূত্রের খবরে বলা হয়েছে, সংঘর্ষে হতাহত অফিসার ও জওয়ানেরা ১৬ বিহার রেজিমেন্টের। এদের মধ্যে এক কর্নেল, এক জুনিয়র কমিশনড অফিসার এবং এক রাইফেলম্যান রয়েছে এই তালিকায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় মুখপাত্র ঝাও লিজিয়াং জানিয়েছেন, সোমবার পর পর দুবার সীমান্ত পার করে চীনের দিকে প্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনা। তারা চীনের সেনাবাহিনীকে উস্কানি দিতে থাকে। বারবার ভারতীয় সেনাবাহিনীর এহেন উস্কানির জবাব শুধুমাত্র চীন দিয়েছে।

এদিকে এ ঘটনার পর ভারতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই জরুরি বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে। যেখানে উপস্থিত রয়েছেন চিফ অব আর্মি স্টাফ বিপিন রাওয়াত। খবর: কোলকাতা২৪

/জেডএইচ

2021-05-04 02:38:42

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: