ভারতীয় সেনাবাহিনীর জন্য ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৪:০৭ অপরাহ্ন
ভারতীয় সেনাবাহিনীর জন্য ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি

ভারতীয় সেনাবাহিনীর জন্য নিষিদ্ধ করা রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম।

সীমান্তে ৩ সপ্তাহের উত্তেজনা ও সংঘর্ষের পর ভারত সরকার চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। এবার আসলো আরো বড় ধাক্কা। নিরাপত্তার কারণে ভারতীয় সেনাবাহিনীর জন্য নিষিদ্ধ করা হলো গুনে গুনে ৮৯টি অ্যাপ।

শুধু নিষিদ্ধ নয়, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পরতে হবে বলেও জানিয়ে দিয়েছে ভারত সরকার। এক বিশেষ নির্দেশনা জারি করে ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে ওই ৮৯টি অ্যাপ থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রত্যেক সেনা সদস্যকে তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।

সেনাবাহিনীর জন্য ৮৯টি নিষিদ্ধ করা অ্যাপের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ আরও বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। নিষেধাজ্ঞার তালিকায় আছে ই-কমার্স, ডেটিং সাইটও। টিকটক তো আগে থেকেই নিষিদ্ধ। এছাড়া স্ন্যাপচ্যাট, উইচ্যাট, হাইক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডার-এর মতো অ্যাপগুলোও।

2021-05-04 16:07:38

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: