ভারতীয় বিএসএফের পাথরের আঘাতে বাংলাদেশী যুবকের মৃত্যু


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৫:৫৮ অপরাহ্ন
ভারতীয় বিএসএফের পাথরের আঘাতে বাংলাদেশী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে নাগর নদী থেকে আল-মামুন নামে বয়স-২১ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরাধর গ্রামের পশ্চিম পাশে ৩৮২(৩)এস পিলার এলাকায় নাগর নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

বিএসএফের ছোড়া পাথরের ঘাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই উপজেলার আমজানখোর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু।

আল মামুন আমজানখোর ইউনিয়নের ঠকবস্তি পশ্চিম হরিনমারি এলাকার সাদেক আলীর ছেলে ও ইউপি সদস্য শামসুল আলমের নাতি।

রবিবার দিবাগত রাতে রত্নাই সীমান্তের ৩৮২(৪) এস পিলারের দক্ষিণ শেষ প্রান্তে ভারতীয় আয়রন ব্রিজের নিচ দিয়ে মামুনসহ কয়েকজন আসছিলেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর ছুড়ে মারে। এতে পাথরের আঘাতে আল-মামুন মারা যান।

2021-05-04 17:58:49

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: