ফুটবলের দেশ ব্রাজিলে ফুটবল নারী এবং পুরুষের বেতন সমান বলে ঘোষণা করেছে ফেডারেশন৷ ফেডারেশন ঘোষণা করেছে, ব্রাজিলে নারী এবং পুরুষ ফুটবল সমান বেতনদেওয়ার পলিসিই রয়েছে তাদের মধ্যে।
ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট রোজারিও কাবক্লো ঘোষণা দেন, নারী এবং পুরুষ ফুটবলারদের ক্ষেত্রে বেতন ও পুরস্কার সমান সমান ভাগেই ভাগ হলে, ব্রাজিল ফুটবলে নারীরা পুরুষদেরর মতোই সমান সমান উপার্জন করবে৷ তাহলে নারী, পুরুষের লিঙ্গগত বৈষম্যষব্রাজিলে আর থাকবে না৷
বেতন বৈষম্য দুর হলে নারী খেলোয়াড়েরাও বেতন পাবেন এবং পুরস্কারমূল্য পাবেন আন্তর্জাতিক মানের যেমনটা পাচ্ছেন ব্রাজিলের পুরুষ তারকারা নেইমার, থিয়াগো সিলভার মতো অন্যান্য খেলোয়াড়েরা।
ফেডারেশন আরো জানায়, বেতন বৈষম্য দুর হলে বরং আগামী বছর টোকিও অলিম্পিক ও বিশ্বকাপে পুরুষ জাতীয় দলের মতো নারীরা সমান আর্থিক এবং নারী ফুটবলাররাও আরো বেশী গুরুত্ব পাবেন৷
নারী এবং পুরুষের বেতন বৈষম্যের দিকে থেকে পৃথিবীতে ভারত প্রথম, আমেরিকাও পিছিয়ে নেই। কয়েকমাস আমেরিকার এক নারী বেতন বৈষম্য দুর করতে আদালতে আবেদন করলে আমেরিকার আদালত তা নাকচ করে দেয়৷
2021-05-04 21:23:09
আপনার মতামত লিখুন :