বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ১:২৭ পূর্বাহ্ন
বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ‘ফুটবলের উর্বর ভূমি’ হিসেবে খ্যাত ব্রাজিল। ২০২৭ ফিফা নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে তারা হারিয়েছে ইউরোপের তিন দেশ বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানির যৌথ আয়োজক হওয়ার প্রস্তাবকে।

ব্যাংককে শুক্রবার ৭৪তম ফিফা কংগ্রেসে ভোটাভুটি শেষে জয়ী হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করা হয়। নারী বিশ্বকাপের দশম আসরের আয়োজক হওয়ার লড়াইয়ে তারা পায় ১১৯ ভোট। ৭৮ ভোট পায় যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি।

নারী ফুটবলের বৈশ্বিক এই আসরের আয়োজক হওয়ার লড়াইয়ে যৌথভাবে ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোও। কিছুদিন আগে তারা সরে দাঁড়িয়ে ২০৩১ বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দেয়।

২০১৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ১০টি স্টেডিয়ান নির্মান করায় এবারের লড়াইয়ে অনেকটা এগিয়ে যায় ব্রাজিল। এছাড়া টুর্নামেন্টের বাণিজ্যিক সম্ভাব্যতা, দলগুলির জন্য সুযোগ-সুবিধা ও আবাসন, সম্প্রচারের বিভিন্ন দিক, স্টেডিয়ামগুলোর অবস্থা ও ভেন্যুতে দর্শকদের উৎসবের সুযোগ, সব দিকই ব্রাজিলকে এগিয়ে রেখেছে।

বানিজ্য বা অবকাঠামোর মতো দিকগুলো ইউরোপেও শক্তিশালী। তবে তাদের দর্শক টানার ক্ষমতা তুলনামূলক কম। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বাস, “সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হবে এটি।”

১৯৯১ সাল থেকে হয়ে আসছে ফিফা নারী বিশ্বকাপ। গত বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের যৌথ আয়োজনের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় স্পেন। সর্বোচ্চ চারবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। জার্মানি জিতেছে দুইবার, একবার করে জিতেছে নরওয়ে, জাপান ও স্পেন।

ছেলেদের ফুটবলের পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল নারী ফুটবল বিশ্বকাপে একবারও শিরোপা জিততে পারেনি। এবার তাদের সামনে দারুণ সুযোগ সেই খরা ঘোচানোর।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: