বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না

দেশনেত্রী জামিনেমুক্ত থাকলে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কারণ এই মুহূর্তে দেশের হাসপাতাল গুলোতে যাওয়া যাচ্ছে না এবং বিদেশে চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে বাস্তবিক অর্থে তার স্বাস্থ্যের যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। বিদেশে চিকিৎসা নেয়ার মতো সুযোগ পেলে বিদেশে নিয়ে চিকিৎসা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল কোন উত্তর দেননি।

সকাল ১১ টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন এবং কারাগারের বাহিরে ছিলেন তখন প্রতিবার আমরা তাকে নিয়েই মাজারে এসেছি। দুর্ভাগ্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে এবং বিভিন্ন প্রকার শর্ত আরোপ করে রাখা হয়েছে। আমরা বরাবরই যখন মাজার জিয়ারত করতে আসি তখন আমাদের সাথে হাজার হাজার নেতা কর্মীরা থাকেন।

কিন্তু আজকে এই কোভিড-১৯ এর কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে এবং আমাদের নেতাকর্মী ও জনগনের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোথাও কোনো সমাবেশে অংশগ্রহণ করব না। ফখরুল বলেন, তাই আজকে শুধুমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা মাজার জিয়ারত করতে এসেছি।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: