মানসিকভাবে চাঙ্গা থাকলেও শারীরিকভাবে ভালো নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তার স্বজনরা বলেছেন, উন্নত চিকিৎসা নিতে পারায় বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এখনো তার ডায়াবেটিকস নিয়ন্ত্রণহীন। পায়ের ব্যথা আছে। ওই স্বজন আরও বলেন, তবে তিনি দলের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন এবং যুক্তরাজ্যে থাকা পরিবারের সদস্যদের। সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন।
এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে আগস্ট মাসের শেষে তার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :