বিশ্বকাপ বাছাইয়ের জোড়া ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রাথমিকভাবে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি।
আসছে মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইকুয়েডর এবং বলিভিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছেন স্কালোনি।
কাতার বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচগুলো আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক’রোনা ভাইরাসের কারণে ম্যাচগুলো পিছিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে আগামী মাস থেকে।
এক নজরে আর্জেন্টিনা দল
গোলরক্ষক
মার্টিনেজ, মুসো, মার্সেচিন।
রক্ষণভাগ
ফয়েথ, সারাবিয়া, পেজেল্লা, ব্যালার্দী, ওটামেন্ডি, পেরেজ, ক্যানেম্যান, ট্যাগলিয়াফিকো, আকুনা।
মধ্যমাঠ
মেদিনা, প্যারাডেস, রদ্রিগেজ, ডি পল, প্যালাসিওস, লো সেলসো, ডমিনগুয়েজ।
আক্রমণভাগ
মেসি, ডিবালা, মার্টিনেজ, ওকাম্পস, গঞ্জালেজ, ম্যাক-এলিস্টার, গোমেজ, কোরেয়া, এলারিও, সিমিওনে, পাভোন।
2021-05-04 21:23:10
আপনার মতামত লিখুন :