বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কয়টি দল ? জানিয়ে দিল আইসিসি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:০৮ অপরাহ্ন
বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কয়টি দল ? জানিয়ে দিল আইসিসি

ভারতে প্রায় সব খেলাধুলা বন্ধ। তবে দেশটির খেলাধুলার পরিকল্পনা বন্ধ নেই। আইসিসি জানিয়ে দিল, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের পরিকল্পনা। ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের সুপার লিগ চালু করতে চাইছে আইসিসি।

যারা এই লিগ কোয়ালিফাই করতে পারবে, বিশ্বকাপের মূল পর্বে তারাই সুযোগ পাবে। অবশ্য ভারতকে এই লিগে অংশগ্রহণ করতে হবে না। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তারা।

সুপার লিগের ম্যাচ হবে সাউদাম্পটনে। ৩০ জুলাই এই লিগের প্রথম ম্যাচে খেলবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। বাকি ম্যাচের নির্ধারিত দিন এবং সময় পরে প্রকাশিত হবে। এই লিগ থেকেই সাতটি দেশকে বেছে নেওয়া হবে, যারা ২০২৩ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

আর সুপার লিগে খেলবে ১৩টি দল। প্রতিটি দল চারটি হোম এবং চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচ জিতলে ১০ পয়েন্ট করে পাবে। ম্যাচ বাতিল ড্র হলে ৫ পয়েন্ট। করোনার কারণে বিশ্বকাপের ম্যাচগুলোতে যেন কোনো প্রভাব না পড়ে, তাই এই আগাম ব্যবস্থা।

2021-05-04 21:08:55

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: