বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৯, ২০২২, ৯:১২ পূর্বাহ্ন
বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি

আইপিএলে ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচি ঠিক রাখতে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি।

আইপিএলের জন্য বিশ্বকাপে দলের সংখ্যা বাড়তে পারে। এমনটাই ইঙ্গিত দিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আইপিএলের প্লে-অফ দেখতে ভারতে এসেছেন বার্কলে। আমদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন।

আইপিএলে এ বার দলের সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে ম্যাচের সংখ্যা। আগে যেখানে ৬০টি ম্যাচ হত সেখানে এ বছর থেকে মোট ৭৪টি ম্যাচ হচ্ছে। গত বছর ৫৫ দিন ধরে চলেছিল প্রতিযোগিতা। এ বছর দিন বেড়ে হয়েছে ৬৫। এই পরিস্থিতিতে কী ভাবে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ তারা আয়োজন করবে, সেটাই ভেবে পাচ্ছে না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাই এই বিকল্প উপায়ের কথা ভেবেছে তারা।

আগামী দিনে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড তাদের দেশে নতুন লিগ শুরু করার কথা ঘোষণা করেছে। তার প্রভাব বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজের ওপর পড়বে কি না সেই বিষয়ে বার্কলেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো দেশ যদি ঘরোয়া লিগ শুরু করে সে ক্ষেত্রে আইসিসির কিছু করার থাকে না। আমরা কিছু বিকল্প উপায়ের কথা ভেবেছি। যেমন দ্বিপাক্ষিক সিরিজ না করে আইসিসি-র প্রতিযোগিতাগুলোয় দেশের সংখ্যা বাড়ানো যেতে পারে।’

আইসিসি-র প্রতিযোগিতা বলতে এক দিনের ক্রিকেটের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিকে বোঝায়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: