বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ২:২৮ পূর্বাহ্ন
বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র
মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস করা বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর সিদ্ধান্ত বাতিল করল মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অঙ্গরাজ্য এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় চাপের মুখে মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিন মার্কিন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো একটি সমঝোতায়ও পৌঁছায়, খবর বিবিসির।
এর আগে গত ৬ জুলাই কোভিড-১৯ এর কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সব ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয় ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। এর পর পরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
তারপর ওই আদেশের বিরুদ্ধে ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট আদালতে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। একই বিষয়ে এ সপ্তাহে অন্তত ১৮টি অঙ্গরাজ্যের গভর্নররাও মামলা করেন।
আদালতের বিচারক অ্যালিসন বারাস জানান, সরকারের ওই নীতিমালা পরিবর্তনের বিষয়ে সব পক্ষই সমঝোতায় পৌঁছেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে অনলাইনে ক্লাস নেওয়া কোনো প্রতিষ্ঠানের কোনো বিদেশি শিক্ষার্থীকেই নিজ দেশে ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র।

2021-05-04 02:28:08

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: