পাকিস্তানের বোলিং লাইন আপ নিজেদের কাজটা ঠিকঠাকই করেছিল। শক্তিশালী ভারতীয়দের বেধে রাখল মাত্র ১১৯ রানে। টার্গেট সহজ হলেও নিউইয়র্কের ব্যাটসম্যনদের জন্য কঠিন পিচে বুমরাহ-আর্শদীপদের বিরুদ্ধে কাজটা যে একেবারেই সহজ হবে না সেটি অনুমেয় ছিল।তবে শুরুটা ভালো হওয়ায় জয়ের আশা দেখছিল পাকিস্তান সমর্থকরা।
তবে চাপ সামলে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে আরও একবার একবার বিশ্ব আসরে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিল ভারত।দলটি ১১৯ রানের টার্গেটে জবাবে এক পর্যায়ে ১১ ওভারে ৭০ রানে দুই উইকেট থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে তুলতে পেরেছে ১১৩ রান।লো স্কোরিং রোমাঞ্চে ভারতের জয় পাঁচ রানের।
৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় তিন উইকেট নিয়ে ব্লুজদের অসাধারণ জয়ের নায়ক জাসপ্রিৎ বুমরাহ। স্লোয়ার,কাটার,ভ্যারিয়েশনের দুর্দান্ত মিশেলে তার এই স্পেল বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা স্পেল হিসেবেই বিবেচিত হবে।
ফলে টানা দুই ম্যাচ জিতে সুপার এইট প্রায় নিশ্চিত রোহিত শর্মার দলের।অন্যদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে বসা পাকিস্তান টানা দ্বিতীয় হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে।দ্বিতীয় রাউন্ডে উঠার ভাগ্য আর নিজেদের হাতে নেই বাবর আজমদের। ম্যাচ শেষে নাসিম শাহের কান্না আর ডাগআউটে পাকিস্তান খেলোয়াড়দের বিমর্ষ চেহারা যেন বলে দিচ্ছিল কত বড় বিপদে পড়তে যাচ্ছে দলটি।
আপনার মতামত লিখুন :