ম্যানচেস্টার সিটিতে যোগদান করার জন্য সাবেক কোচ পেপ গার্দিওলার সাথে যোগাযোগ করেই মেসি বার্সা ছাড়ার চিঠি দিয়েছেন বলে দাবি করছে বৃটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।
তবে বার্সা কর্তৃপক্ষ মনে করছে, লিওনেল মেসি প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচন করেছে।
মেসির বার্সা ছাড়ার কয়েক ঘন্টা পরেই এমন গুঞ্জন খবর শোনা যায়। নিজের ক্যারিয়ারের প্রায় পুরোটাই বার্সেলোনার সাথে কাটিয়ে চলতি মৌসুমে দলের পারফর্ম্যান্স নিয়ে খুব বিরক্ত এই ফুটবল তারকা। তাই চটেছেন ক্লাবের বোর্ডের উপর।
রেডিও কাতালুনিয়ার এক সংবাদে বলা হয়, ম্যানইউতে যেতে বার্সার সাবেক কোচ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছেন মেসি। সাম্প্রতিক সময়ের মধ্যেই এই এই আলোচনা সেরেছেন তারা।
যেখানে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত গার্দিওলা বার্সার কোচ থাকাকালীন মেসি সেরা সময় পার করেছেন।
মেসি ও গার্দিওলার জুটি বার্সার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। সে সময় আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বসেরা ফুটবলারও হয়েছেন।
2021-05-04 21:17:11
আপনার মতামত লিখুন :