বাংলাদেশ-ভারতের সম্পর্ক অনেক ভালো, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী: ওবায়দুল কাদের


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ-ভারতের সম্পর্ক অনেক ভালো, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী: ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যা সমাধান সহজেই সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহণের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে। দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: