বাংলাদেশ থেকে পাট কিনতে চায় পাকিস্তান


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে পাট কিনতে চায় পাকিস্তান

কাঁচা পাট আমদানীর ক্ষেত্রে পাকিস্তানের পছন্দের শীর্ষে আছে বাংলাদেশ। দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হছে। পত্রিকাটি পাকিস্তানের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে।

ভারতের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকায় পাটকল নিয়ে বিপাকে পড়েছে দেশটি। সেই সমস্যা থেকে উত্তোরণের জন্যই তারা এমন চিন্তা করছে বলে জানা গেছে। বিশ্ববাজারে পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে পাট আমদানির কৌশল নির্ধারণ করেছে ইমরান খানের সরকার।

ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মুখ থুবড়ে পড়েছে। ফলে পাকিস্তান চাইলেও এ মুহূর্তে ভারত থেকে পাট আমদানি করতে পারবে না।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: