বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারী জনপ্রতি বরাদ্দ ৮ টাকা, প্রতিমন্ত্রী বললেন যথেষ্ট?


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারী জনপ্রতি বরাদ্দ ৮ টাকা, প্রতিমন্ত্রী বললেন যথেষ্ট?

সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষের জন্য এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৫ কোটি টাকা, সে হিসাবে মাথাপিছু মাত্র ৮ টাকা।

তবে ত্রাণ প্রতিমন্ত্রী বললেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সর্বোচ্চ ১০ শতাংশের বেশি মানুষের ত্রাণ প্রয়োজন হয় না। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদি হবে, এমনটি মাথায় রেখেই সরকারের প্রস্তুতি নেওয়া উচিত।

গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, চারদিকেই শুধু পানি। এক মাসেরও বেশি সময় ধরে ভারতীয় ঢলের পানিতে উত্তরাঞ্চলের পর এখন ডুবে আছে মধ্যাঞ্চলও। বানের তোড়ে ভেসে যাচ্ছে কাঁচাঘর থেকে বহুতল ভবন। সব হারিয়ে লাখ লাখ মানুষ মাথা গুঁজেছে বাঁধ কিংবা সড়কের পাশে। বানভাসি মানুষ বলছেন, ত্রাণের দেখা পাচ্ছেন না তারা।

এক বানভাসি বলেছেন, কোনো মন্ত্রী বা এমপি আজ পর্যন্ত এখানে আসেনি। আরেকজন বলেছেন, ত্রাণ নিতে এসেছিলাম, দিল না, ফিরে যাচ্ছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে আর্থিক সহায়তা দেয়া, তা মাথাপিছু ৮ টাকারও কম, তারপরও প্রতিমন্ত্রীর দাবি এটা যথেষ্ট।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ত্রাণ সহায়তাটা দেয়া হয় দরিদ্র-অতিদরিদ্র মানুষদের, এদের সংখ্যাই মাত্র ১০ শতাংশ। যারা ঘর হারিয়েছে তাদের প্রত্যেককে টিন এবং নগদ টাকা দেয়ার মতো পর্যাপ্ত টাকা আমাদের আছে। এটা বন্যার পানি নেমে যাওয়ার পরে দেব অথচ দেখা যাচ্ছে মানুষ খাবারের অভাবে ক্ষুধার্ত। বন্যায় এখন পর্যন্ত ৩৩টি জেলা প্লাবিত আর মারা গেছেন ৪০ জন।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: