যারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দিবে, তাদের বাংলাদেশও নিষেধাজ্ঞা দিবে: পররাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন
যারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দিবে, তাদের বাংলাদেশও নিষেধাজ্ঞা দিবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও ভিসানীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, তাদের ওপরও বাংলাদেশ নিষেধাজ্ঞা আরোপ করবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বুধবার (০৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে বলে জানান ড. মোমেন। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যুক্তরাষ্ট্রও চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সে লক্ষ্যে তারা সহায়ক ভূমিকা পালন করবে। আর যারা নির্বাচনে অংশ নেবে না তাদের পাশে যুক্তরাষ্ট্র নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা আসছেন এবং আগের চেয়ে বেশি যোগাযোগ রাখছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ এখানে নিজেদের পণ্য রফতানি করতে আসে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: