বাংলাদেশেকে ভারতের পানি উপহার – নিম্নাঞ্চল প্লাবিত হাজার হাজার মানুষ পানি বন্ধী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশেকে ভারতের পানি উপহার – নিম্নাঞ্চল প্লাবিত হাজার হাজার মানুষ পানি বন্ধী

ভারতের গজলডোবা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ায় শুক্রবার সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। শুক্রবার সকাল থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। বিকেল ৩টায় যা ছিল ১৫ সেন্টিমিটার।

বিকেলেই লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে।

তবে ধরলার পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। যা ক্রমেই বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যায় ৬টায় ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী ও ডাউয়াবাড়ী ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈলমারী, নোহালী, চর বৈরাতী, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোরবর্ধন, পলাশী, লালমনিরহাট সদর  উপজেলার রাজপুর, গোকুন্ডা ও তিস্তা এলাকার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সকালের তুলনায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি আরো বাড়তে পারে বলে জানান তিনি।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: