বাংলাদেশীদের করোনার ভুয়া রিপোর্ট নিয়ে ইতালিজুড়ে তোলপাড় দেশের ভাবমূর্তি নষ্ট


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশীদের করোনার ভুয়া রিপোর্ট নিয়ে ইতালিজুড়ে তোলপাড় দেশের ভাবমূর্তি নষ্ট

বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের ভুয়া করোনা রিপোর্ট নিয়ে রীতিমত তোলপাড় চলছে ইতালিজুড়ে। দেশটির প্রভাবশালী পত্রিকাগুলোর শিরোনামেও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।

ইতালির প্রথম সারির দৈনিক লা রিপাবলিকা শিরোনাম করেছে, বাংলাদেশ ফেরত প্রবাসীদের নিয়ে। বলা হচ্ছে, ইতালিতে ফের  করোনার ঝুঁকি তৈরি করছে বাংলাদেশিরা। পত্রিকাটি বলছে, বাংলাদেশ থেকে ইতালি ফেরা অভিবাসীদের ১৩  শতাংশের শরীরে  করোনা শনাক্ত হয়েছে।

গত দুই সপ্তাহে ঢাকা থেকে ৪ টি ফ্লাইট যায় রোম ও মিলানে। প্রতি ফ্লাইটে আড়াইশোর বেশি অভিবাসী ছিলেন। ইল মেসেজেরো  বা  দ্য   মেসেঞ্জার পত্রিকা বলছে, ঢাকা থেকে প্রাইভেট ফ্লাইটে অন্তত ৬শ’ করোনা পজেটিভ মানুষ ইতালিতে ঢুকেছে।পত্রিকাটির দাবি, আক্রান্তরা বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে সাড়ে ৩ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে স্বাস্থ্যসনদ কিনেছেন। ইতালি সরকার হোম কোয়ারেন্টিন  অমান্য করলে শাস্তির বিধান যুক্ত করেছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: