বাংলাদেশিদের আজীবন নিষিদ্ধের দাবি উঠেছে ইতালিতে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৪:২৫ অপরাহ্ন
বাংলাদেশিদের আজীবন নিষিদ্ধের দাবি উঠেছে ইতালিতে
মহামারি করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কাটিয়ে উঠেছে ইতালি। প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যুর পর স্বাভাবিক হচ্ছে দেশটির জীবনযাত্রা।
এমন সময় বাংলাদেশ থেকে যাওয়া বেশ ক’জন প্রবাসীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাদের ফিরিয়ে দেয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধ করেছে দেশটি।
গেল সপ্তাহে ইতালির গণমাধ্যমেও বাংলাদেশিদের নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ পেয়েছে। দেশটির প্রভাবশালী একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।
মাত্র ৩ হাজার টাকায় বাংলাদেশে করোনার নেগেটিভ সনদ পাওয়া যায়। এসব সনদ দিয়ে বাংলাদেশিরা ইতালি যাচ্ছেন।
ইতালির ইমিগ্রেশন বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশিদের দেশটিতে আজীবন নিষিদ্ধের দাবি তুলেছে।

2021-05-04 16:25:25

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: