বাংলাদেশকে কেন্দ্র করে ভারত-চীন দ্বন্দ্বের সম্ভাব্য গতি প্রকৃতি।


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশকে কেন্দ্র করে ভারত-চীন দ্বন্দ্বের সম্ভাব্য গতি প্রকৃতি।

বাংলাদেশকে কেন্দ্র করে ভারত-চীন কর্তৃত্বের খেলা নুতন স্তরে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। এ খেলায় জেতার সম্ভাবনা ভারতের নাই জেনেও ভারত যে তার প্রচেষ্টা চালাবে না তা নয়। বরং দেশে যারা ভারতীয় কর্তৃত্বকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে চায় তারা যথাসম্ভব সক্রিয় হয়ে উঠবে। তাদের সক্রিয়তার পরিণতি যে তাদের কোনঠাসা করে ফেলবে এটা হয়তো তারা ভাবছে না। তারা মনে করছে এতদিন দেশে ভারতীয় কর্তৃত্বের যে ধারা বিরাজমান ছিল তা বজায় থাকবে।

বাংলাদেশের রাজনীতি যে নুতন আঙ্গিকে প্রবেশে করতে যাচ্ছে এটা বোঝার ক্ষমতা মনে হয় এদের নাই। চীন-ভারত কর্তৃত্বের খেলায় ভারতের নিশ্চিত পরাজয় ঘটবে এবং এতদিন ভারত বাংলাদেশের অভ্যন্তরে ও সীমান্তে যে খেলা খেলেছে তার কর্তৃত্ব হ্রাস পাবে। চীনের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার প্রভাব শক্তভাবে পরিলক্ষিত হবে বাংলাদেশে।

প্রশ্ন হচ্ছে কর্তৃত্বের খেলায় চীনের এই অবস্হান কি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অভিমুখে এগিয়ে নিবে? মোটেই তা নয়। বরং বলা যায় বাংলাদেশেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার রাজনীতি নুতন ধরনের পরিস্হিতির সম্মুখীন হবে।

তাই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার রাজনীতি যারা করতে চান তাদের অনতিবিলম্বে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসুচীকে স্পষ্টভাবে দেশবাসীর সামনে হাজির করতে হবে যা কিনা দেশে বিদ্যমান ঔপনিবেশিক ধাঁচের রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর সমাপ্তি ঘটাতে জনগণকে সমবেত করতে সক্ষম হয়।

 

2021-01-30 06:29:31
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: