অনাস্থা ভোট জিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আবারো বরিস জনসন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ৩:২৯ অপরাহ্ন
অনাস্থা ভোট জিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আবারো বরিস জনসন

অনাস্থা ভোট জিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আবারো বরিস জনসন। সোমবার (৬ জুন) তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা।

জনসনের পক্ষে ২১১টি ভোট পড়েছে এবং বিপক্ষে ১৪৮টি ভোট। আইনপ্রণেতাদের ৫৯ শতাংশের সমর্থন পেয়েছেন তিনি।

২০১৯ সালের নির্বাচনে বড় জয় পেয়েছিলেন জনসন।

উল্লেখ, কোভিড-১৯ মহামারির কারণে ব্রিটেনে কঠোর লকডাউনের মধ্যে জনসন ও তার কর্মীরা ডাউনিং স্ট্রিট অফিস এবং বাসভবনে অ্যালকোহল নিয়ে পার্টি করার পরে তার ওপর
চড়াও হয়. ফলে তার উপর চাপ বাড়তে থাকে।

এদিকে জনসন জানায়, তার আস্থা ভোটের জয়কে ‘অবধারিত’ ছিল বলে মন্তব্য করেছেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: