পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই থেকে শুরু করে লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ তুলছে রাজ্য পুলিশ। বিভিন্ন ওয়েবসাইট মারফত বাদুড়িয়ার সেই তরুণী কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যা বলেও অভিযোগ। তানিয়া পরভিন নামে সদ্য-স্নাতক ওই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় এ বার তদন্তভার গ্রহণ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
পাকিস্তানি ও কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ওই তরুণীর যোগাযোগের অভিযোগ থাকায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার এই বিষয়ে তদন্তের দায়িত্ব নেয় এনআইএ। বাজেয়াপ্ত বিভিন্ন নথি ও কেস ডায়েরি ওই দিন তাদের হাতে তুলে দেয় রাজ্য পুলিশ। এই মামলার পরবর্তী শুনানির কথা ২১ এপ্রিল। সে-দিনই তানিয়াকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। তরুণী জেল হাজতে আছেন। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে ১৮ মার্চ গ্রেফতার হন তানিয়া। ইন্টারনেটে মেয়েটির জঙ্গি-সংস্রব খতিয়ে দেখে তাঁর বাড়ি থেকেই তাঁকে ধরে পুলিশ।
2021-05-02 17:56:09
আপনার মতামত লিখুন :