প্রযোজক হয়ে ফিরছেন সেলেনা গোমেজ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৪, ২:২১ অপরাহ্ন
প্রযোজক হয়ে ফিরছেন সেলেনা গোমেজ

টিনএজ বয়সে ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ নামে একটি সিচুয়েশন কমেডি সিরিজে অভিনয় করেছিলেন সেলেনা গোমেজ। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত এ সিরিজের মূল চরিত্র ‘অ্যালেক্স রুশো’-এ তাকে দেখা গিয়েছিল। সিরিজটির চারটি মৌসুম প্রচারিত হয়েছে।

এক যুগ পর আবারও সিরিজটির স্পিন অফ আসছে। নাম ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’। এবারও এতে হাজির থাকছেন সেলেনা।

তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসাবে। তাই এটাকে ‘অন্য রকম ঘরে ফেরা’ হিসাবেই অভিহিত করছেন অভিনেত্রী। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা বলেন, ‘মনে হচ্ছে, আমি নিজ ঘরেই ফিরেছি। আমি খুবই আনন্দিত। এ সময়ের শিশুদের জন্য নিজের কৈশোরের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এটা অনেক ভালোলাগার।’ নতুন সিরিজ কতদিন চলবে সেটা এখনও নিশ্চিতভাবে জানানি প্রযোজক সেলেনা।

তিনি বলেন, ‘দর্শকরা আগে পছন্দ করুক, তারপর দেখা যাবে কতদিন চালাতে পারি।’ স্পিন-অফ সিরিজটির মুক্তির দিন এখনো চ‚ড়ান্ত হয়নি। এদিকে কাজের ক্ষেত্রে সেলেনাকে ২৭ আগস্ট তার অভিনীত আলোচিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’র চতুর্থ মৌসুমের প্রথম পর্বে দেখা যাবে। এ সিরিজের বাকি পর্বগুলো পর্যায়ক্রমে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: