বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের দিনগুলোর একটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট। রক্তাক্ত এক সামরিক অভ্যুত্থানে সেদিন সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মর্মান্তিক ওই ঘটনার পর বিলুপ্তি ঘটে ক্ষমতাসীন ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের’, সংক্ষেপে যা ‘বাকশাল’ নামে পরিচিত। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এ কে এন আহমেদ। বঙ্গবন্ধু সরকারের নিয়োগ দেয়া সে গভর্নর ১৯৭৬ সালের ১৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সরকারের পতন বা বাকশালের বিলুপ্তির পরও এ কে এন আহমেদ প্রায় এক বছর গভর্নর পদে ছিলেন।
শেখ মুজিবুর রহমানের সরকার উৎখাতের ৪৯ বছর পর ৫ আগস্ট পতন ঘটেছে তারই কন্যা শেখ হাসিনার সরকারের। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে এদিন ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। ওইদিন থেকেই পলাতক ছিলেন আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া গভর্নর আব্দুর রউফ তালুকদার। ৬ আগস্ট থেকে তিনদিন ব্যাংক খোলা থাকলেও অফিসে যাননি তিনি। শেষ পর্যন্ত অজ্ঞাত স্থান থেকেই গতকাল অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রবল প্রতাপ দেখানো এ গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে ২০২২ সালের ১২ জুলাই আব্দুর রউফ তালুকদার নিযুক্ত হয়েছিলেন। গভর্নর নিযুক্তির আগে অর্থ সচিব ছিলেন তিনি। চাকরি জীবনের প্রায় পুরো সময়েই কাটিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আমলা হিসেবে পরিচিতি ছিল তার।
আপনার মতামত লিখুন :