ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের শুরুতেই ইনিংসের দ্বিতীয় বলেই আউট মাহমুদুল হাসান জয়, দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তামিম ইকবালের বিদায়। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। এরপর নাজমুল হোসেন শান্ত ৮, অধিনায়ক মুমিনুল হক ৯ রানে ফেরার পর সাকিব আল হাসান তামিম-জয়দের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে।
এদিকে ২৪ রানে নেই ৫ উইকেট, যার তিনটা ডানহাতি পেসার কাসুন রাজিথার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরপর শুধুই আশার গল্প। আর সেই গল্পের নায়ক মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাশ। বাংলার ক্রিকেট ভক্তদের আর হতাশ হতে দেননি এই দুই ক্রিকেটার। তাঁদের অবিচল ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান।
দিনের শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক। তবে টপ অর্ডার ব্যাটাররা একের পর এক সাজঘরে ফেরেন। ২৪ রানে ৫ উইকেট যাওয়ার পর মুশি-লিটন মিলে দলকে বিপদ থেকে টেনে তোলেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে ৬৬ রান তোলে টাইগাররা। শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ৩টি এবং আসিথা ফার্নান্দো ২টি উইকেট তুলে নেন।
এরপর দ্বিতীয় সেশনে প্রাথমিকভাবে দলকে বিপদ থেকে উদ্ধার করার পর মুশফিক এবং লিটন দুইজনই অর্ধশতক তোলেন। আর কোনো উইকেট না হারিয়েই ৫ উইকেটে ১৫৩ রানে চা বিরতিতে যান এই দুই ব্যাটার। তৃতীয় সেশনে শুধুই স্বস্তির গল্প। ১৪৯ বল খেলে লিটন তুলে নেন টেস্ট ক্যারিয়ার নিজের ৩য় শতক।
অপরদিকে, ধীরগতির ধৈর্যশীল ব্যাটিং করে ২১৮ বলে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হাঁকান টেস্ট ক্যারিয়ারের ৯ম এবং টানা দ্বিতীয় শতক। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে খেলেছেন ২৫৩ রানের ইনিংস। মুশফিক ১১৫ রানে এবং লিটন অপরাজিত আছেন ১৩৫ রানে। প্রথম দিন খেলা হয়েছেন ৮৫ ওভার।
আপনার মতামত লিখুন :