প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:২৩ অপরাহ্ন
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়

সাউদ্যাম্পটনের ম্যাচটি ইংল্যান্ড জিতেছে মাত্র দুই রানে। ১৬৩ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ১১ ওভারে ৯৮ রান তোলেন ফিঞ্চ। তিনি ফিরে যান ৩২ বলে ৪৬ রান করে।

এরপর স্টিভ স্মিথ দ্রুত রান তুলতে থাকেন। জয়ের রাস্তায়ই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু আদিল রশিদের একই ওভারে বাজে শট খেলে ফিরে যান স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে ফিরে যান ৫৮ রান করা ওয়ার্নার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা।

ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ইংল্যান্ড শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এটা আমরা জানতাম। তারা ভালোভাবেই পরিকল্পনার বাস্তবায়ন করেছে। ১২ থেকে ১৮ ওভার পর্যন্ত আমরা বাউন্ডারি আদায় করে নিতে রীতিমতো ধুঁকেছি।

এবারই প্রথম এমনটা হয়নি। তাই এটা নিয়ে আমরা কাজ করছি। যতক্ষণ পর্যন্ত ছেলেরা শিখছে এবং উন্নতি করছে, আসলে শিক্ষা এবারও হয়েছে!

মিডল অর্ডারের ব্যর্থতার দিকে দোষ চাপিয়ে দেননি অজি অধিনায়ক। বরঞ্চ নিজের এবং ওয়ার্নারের উপরেই দায় চাপালেন ফিঞ্চ। 

তিনি আরও বলেন, আমি বরং ডেভিড ওয়ার্নার ও আমাকেই বেশি দায় দিতে চাই। আমরা দুজনই বেশ ভালো খেলছিলাম, যদিও কেউই ম্যাচ জয়ের মতো অবদান রাখতে পারিনি।

ম্যাচ জিততে ৩৬ বলে লাগে ৩৯ রান এবং হাতে আছে নয় উইকেট- এমন সহজ ম্যাচও হেরেছে অস্ট্রেলিয়া! হারের পর যারপরনাই হতাশ অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচ শেষে বললেন, শিক্ষা হয়েছে তাঁর দলের!

2021-05-04 21:23:09
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: