প্রতারক শাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব, বোরকা পরে ভারতে পালানোর চেষ্টা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
প্রতারক শাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব, বোরকা পরে ভারতে পালানোর চেষ্টা

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব।

সরকারের সাথে বিভিন্ন অনিয়ম, জালিয়াতি, চুক্তি লঙ্ঘন ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার কারণে বুধবার ভোরে সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম কে। সে বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

সকাল আটটার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে এক ব্রিফিংয়ে র‍্যাব আইনী ও গণমাধ্যম শাখার পরিচালক লেঃ কর্নেল আশিক বিল্লাহ বলেছিলেন যে শাহেদের প্রথম দিকে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা ছিল।

র‍্যাব কর্মকর্তা জানান, নৌকায় করে পালানোর সময় তিনি বোরকা পরেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে।

শাহেদকে ভোর ৫ টা নাগাদ নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তাঁর কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন ও উদ্ধার করা হয়েছে। নৌকা চালক নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় তবে শাহেদ সে মোটা মানুষ বলে পালাতে পারে।

সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের সাকোর বাজারের কাছে লোবাঙ্গাপতির একটি নৌকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লেঃ কর্নেল আশিক বিল্লাহ। শাহেদ ভারতে পালানোর চেষ্টা করছিল।

পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকা র‍্যাব সদর দফতরে আনা হয়।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: