পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে মেজর অবঃ আখতারুজ্জামানের বক্তব্য


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে মেজর অবঃ আখতারুজ্জামানের বক্তব্য

তদন্ত ফদন্ত করে এখন কি হবে? কক্সবাজারের এসপিতো তার বক্তব্য দিয়েই দিয়েছে। নিহত মেজরের গাড়ীতে যা যা আলামত সংগ্রহ করার দরকার তাতো পুলিশ সংগ্রহ করেই রেখেছে! কাজেই তদন্তের ফলাফল কি হবে তা বুজতে কারো বাকী নাই। তদন্ত হোক তাতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু তদন্তের পূর্বে ন্যায় বিচারের স্বার্থে এবং নিম্ন লিখিত ৩টি সুস্পষ্ট কারনে পুলিশের আইজিপি ও চট্রগ্রাম বিভাগের ডিআইজি ও কক্সবাজার জিলার এসপির অনতি বিলম্বে প্রত্যাহার করার দাবী জানাচ্ছে জনগণ:

১। পুলিশ চেকপোষ্টে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও হয়রানী করার ও বিনা উস্কানীতে একজন নিরাপরাধ সামরিক অফিসারকে গুলি করে হত্যা করার কারনে। তাছাড়া দেশের আপামর জনগণ দেখে আসতেছে প্রকাশে যেভাবে চেকপোস্টের নামে সারা বাংলাদেশে মানুষকে হয়রানী করে ব্যপক চাঁদাবাজী এবং ডাকাতি করা হয় এবং যার নিয়মিত ভাগ পুলিশের আইজি, বিভাগীয় ডিআইজি ও জেলার এসপিরা পেয়ে থাকে তা ওপেন সিক্রেট।

২। চেকপোষ্টে পুলিশের দায়িত্ব চেক করার কিন্তু সেখানে বাকবিতন্ডা তথা একপেশে গুলি করার মানেই হল চেকপোস্টের পুলিশের পেশাগত দক্ষতার প্রচন্ডতম অভাব। পেশাগত দক্ষতা দিয়ে পুলিশকে গড়ে তোলার মূল দায়িত্ব হল পুলিশের আইজি, বিভাগীয় ডিআইজি ও জেলার এসপিদের। অথচ গাড়ীতে বসে থাকা কোন ব্যক্তি গাড়ীতেই পিস্তল বের করলেই পুলিশের জীবনহানির মত কোন পরিবেশ সৃষ্টি করে না যে হত্যা করার জন্য পুলিশকে গুলি করতে হবে। তার মানে খুবই স্পষ্ট ভাবে প্রমানিত হয় যে পুলিশের যতোপযুক্ত পেশাগত প্রশিক্ষন নাই এবং এই ব্যর্থতার দায় অবস্যই পুলিশের আইজি, বিভাগীয় ডিআইজি ও জেলার এসপিদের।

৩। পুলিশের চেকপোস্টের কোন নুনতম নিয়ম নীতি নাই এবং চেক করার কোন সেট ড্রিল বা নির্দিষ্ট কোন পদ্ধতি নাই। চেকপোস্টে কর্তব্যরত পুলিশ তার ইচ্ছা মত তল্লাশী করার নামে ব্যপক চাঁদাবাজী তথা ডাকাতি করে থাকে। চেকপোষ্টের পুলিশ কখনই বলতে পারে না যে কেন তারা গাড়ীটিকে থামাল বা কি তারা চেক করবে ? চেকপোস্টে কর্তব্যরত পুলিশদের যতোপযুক্ত প্রশিক্ষন ও তল্লাশী করার কোন সেট ড্রিল বা নিয়ম নীতি বা পদ্ধতি না থাকার কারনে পুলিশের প্রায় প্রতিটি চেকপোষ্ট চাঁদাবাজী ও প্রকাশ্য ডাকাতির কেন্দ্র হিসাবে জনগণের সামনে ভয়ংকর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। চেকপোস্টের এই অপেশাধারী অবস্থানের জন্য মূলত পুলিশের আইজি, বিভাগীয় ডিআইজি ও জেলার এসপিগণ সরাসরি দায়ি। তারা যদি পুলিশকে পুলিশের যতোপযুক্ত প্রশিক্ষন দিত এবং নিজের ভাগ বাটোয়ারা কালেকশন করার জন্য অধস্থনদের গালাগালী করে অপেশাদার ও রাজনৈতিক মটিভেশন না করতো তাহলো আজকে একজন তরুন বয়সের অবসরপ্রাপ্ত মেজরকে এরকম নির্মম ভাবে পুলিশের গুলিতে নিহত হতে হত না।

তাই আজকে জনগণের দাবী অনতিবিলম্বে পুলিশের আইজি, চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি এবং কক্সবাজারের এসপিকে অবিলম্বে প্রত্যাহার করা হোক।

মেজর অব আখতার
সাবেক সংসদ সদস্য
পাকুন্দিয়া-কটিয়াদী
কিশোরগন্জ

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: