পুরো জাতির সামনে অনিশ্চিত ভবিষ্যৎ- মামুনুর রাশিদ মামুন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
পুরো জাতির সামনে অনিশ্চিত ভবিষ্যৎ- মামুনুর রাশিদ মামুন
সমাজের সুশীল আর নামধারী নব্যআর্যগোষ্ঠীর রেডিমেড দেখানো পথে হেটে আজ তরুণ প্রজন্ম প্রায় অন্ধকারে ঘোরপ্যাঁচ খাচ্ছে!

দেশের স্বার্থে সুষ্ঠু পরিকল্পনা করে যতদিন সাসটেইনেবল রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করবে না ততোদিন পর্যন্ত দে-শ বিশ্বে মাথা উঁচু করে দাড়ানোর সুযোগ থাকবে না।
উনাদের কাছে একবছরে দেশের পুরো ২৬ লক্ষ বেকারের আর্তনাদের চাইতে ২/৩ হাজার ক্যাডারের জীবন হলো #জাতীয় মোটিভেশনাল। আর এই স্রোতে’র অজান্তে একঝাঁক তরুন প্রজন্ম অন্ধকারে ভেসে যাচ্ছে…
পরিশেষে বলি, যেদেশে শিক্ষা’কে কর্পোরেট ভোগবাদী প্রতিষ্ঠান বানাবে সেদেশে সুশাসন প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়!  এবং প্রতি বৎসর প্রায় পাবলিক পরীক্ষায় ৯০%+ পাশের হার দেখিয়ে ক্রমশ দেশের পুরো প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দিচ্ছে!
উন্নত রাষ্ট্রের পরিসংখ্যান বলছে, পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ফলাফলের ভিত্তিতে এবং বিশিষ্টজনের পরামর্শে জাতির সামনে নতুন তথ্য বহুল বিভিন্ন গুরুত্বপূর্ণ সাসটেইনেবল মতামত প্রদান করবে। এখন লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ের কমবেশি প্রায় ডিপার্টমেন্ট হযবরল এবং গবেষণার বদলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে টাকার মেগা প্রকল্পে বিভোর সময়ে দিন পার করছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: