২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় এক দশক পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দল পাকিস্তান সফর করে এসেছে।
পাকিস্তানে সিরিজ খেলেছে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশাবাদী ২০২১-২০২২ সালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড পাকিস্তান সফর করবে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এমনটাই জানিয়েছেন। তিনি আশাবাদী আগামী বছর থেকেই পাকিস্তানের মাটিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট দেখা যাবে। যদিও এটা অনেকটাই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানালেন তিনি।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, এই দলগুলো (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) ইতোমধ্যে নিশ্চিত করেছে তারা ২০২১-২০২২ সালে পাকিস্তান সফর করবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আগামী বছর থেকে পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট দেখতে পাবেন।
চলতি বছরের শুরুতে পাকিস্তান নিজেদের মাটিতে পিএসএলের আসর আয়োজন করেছিল। তারা বিশ্বকে বোঝাতে চাইছে তারা আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য তৈরি। এরই পরিপ্রেক্ষিতে তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে নিজেদের দেশে আমন্ত্রণ জানাতে চায়।
2021-05-04 20:20:19
আপনার মতামত লিখুন :