পরীক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় জিপিএ ৫ পেয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
পরীক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় জিপিএ ৫ পেয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের

করেনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, যে আমাদের হাসপাতালের বেডে রোগীর সংখ্যা, বিশেষ করে ঢাকা শহরে অর্ধেকে নেমে গেছে।

ঢাকা শহরের হাসপাতালে তিন হাজারের অধিক বেড খালি আছে। আমরা আরও দুই হাজার ডাক্তার, তিন হাজার টেকনেশিয়ান নিয়োগের কাজ করছি।

মন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও ভালো হয় এবং আরও ভালোভাবে কাজ করতে পারে, সেজন্য টেকনিক্যাল কমিটি বিভিন্ন দিক দেখবে এবং পরামর্শ ও কিছু কিছু নিয়ন্ত্রণ ও তারা করবে। সেটা অলরেডি আমরা গঠন করেছি। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাই-ফ্লো অক্সিজেনের নজেলের যেটা কথা ছিল, অনেক হাসপাতালে লেগে গেছে। আরও অনেকগুলো আসতেছে। আসলে আমরা লাগিয়ে দিতে পারব। ৭৮টি হাসপাতালে আমরা অক্সিজেন সেন্ট্রাল লাইন স্থাপন করছি, যেটা আগামী এক-দেড় মাসের মধ্যে লেগে যাবে। যেটা আগে ছিল না।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: