পরকালকে ধ্বংস করবেন; নাকি রক্ষা করবেন!


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ১১, ২০২১, ৮:৩৯ অপরাহ্ন
পরকালকে ধ্বংস করবেন; নাকি রক্ষা করবেন!
“পরকালকে ধ্বংস করবেন; নাকি রক্ষা করবেন।” – এটা ঠিক করার দায়িত্ব যার যার তার তার।
বাংলাদেশীরা নতুন ইতিহাস তৈরীর সাথে সাথে পুরাতন ইতিহাস ভুলে যায়। এই tune বা সুরটা ওরা জেনে গেছে তাই সুরের পরে সুর তুলছে আর শত সহস্র কোটি টাকা দেশ থেকে গায়েব হয়ে যাচ্ছে। যারা Australia, USA, Canada, Europe কিংবা Malaysia-তে currency বা মুদ্রার ব্যবসা করেন তারা জানেন কি পরিমান বাংলাদেশী মুদ্রা ঐ সকল দেশে পাচার হচ্ছে।
এক নজরে কিছু বিখ্যাত উক্তি।
✔️ “মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে।”
– শেখ হাসিনা।
✔️ “বোরকার ব্যবহার ৫০০% বেড়ে গেছে, বন্ধ করতে হবে।”
– সজিব ওয়াজেদ জয়।
✔️”কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ করতে হবে।”
– সরকারী ডিজি।
✔️ “আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে।”
-সাজেদা চৌধুরী।
✔️ “ধর্ম হল নেশার মত।”
– আব্দুল লতিফ।
✔️ “রাসুল (সাঃ)-কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এ নিয়ে হৈচৈ করা ঠিক নয়।”
-তথ্যমন্ত্রী ইনু।
✔️ “রাসুল (সাঃ) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন।”
-ধর্মপ্রতিমন্ত্রী
✔️ “তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা।”
-সৈয়দ আশরাফ।
✔️ “গ্রাম-গঞ্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে।”
– পঙ্কজ ভট্টাচার্য।
✔️ “মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতেহলে, তাদের নাচগান শিক্ষা দিতে হবে।”
– হাসান মাহমুদ।
✔️ “আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব।”
– সুরঞ্জিত সেন।
✔️ “সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়ে গেছে।”
– সজিব ওয়াজেদ জয়।
✔️ “২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই।”
– সজিব ওয়াজেদ জয়।
✔️ “সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে।”
– সজিব ওয়াজেদ জয়।
✔️ “কুৎসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে।”
– ডেপুটি স্পীকার, শওকত আলী।
✔️ “আমি মুসলিমও নই হিন্দুও নই।”
– সৌয়দ আশরাফ।
✔️ “বঙ্গবন্ধু মদ-জুয়া হারাম করেছেন।”
– নৌ-মন্ত্রী শাহজাহান।
✔️ “কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা, উজবুক, এরা শুধু মুখস্থই করে।”
– অর্থমন্ত্রী মুহিত।
✔️ “কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজনন কেন্দ্র।”
-আইনমন্ত্রী শফিক।
✔️ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি- শামীম আফজল, সে ইমাম প্রশিক্ষণ সম্মেলনে নাচ- গানের জলসার আয়োজন করেছে এবং তথায় বলেছে যে “ইসলামেই এত সন্ত্রাসী আছে, অন্যধর্মে কোন সন্ত্রাসী নেই”।
✔️ “সাভারের ঘটনা ও হলমার্ক কেলেংকারী কিছুই না।”
– আবুল মাল মুহিত।
✔️ “সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না।”
– কবির চৌধুরী।
✔️ “মাদ্রাসাগুলো জংগি তৈরী করে।”
– শাহবাগ চত্বর।
✔️ হেফাজতের ১৩ দাবি সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় মানা যাবে না। (যদিও তা নয়)
– দিপু মনি।
✔️ সাভারের রানা প্লাজায় পিলার ধরে টানা টানি করায় তা ধ্বসে গেছে-
-ম.খা. আলমগীর।
আমি ইসলামী স্কলার নই; তবুও একজন সাধারণ মুসলিম হিসাবে এতটুকু বলতে পারি যারা উপরের ধারনাগুলো মনে ধারণ করেন তাদের ঈমান থাকবে বলে মনে হয় না। যারা পরকালকে বিশ্বাস করেন তারা নিজেরাই ঠিক করুন “পরকালকে ধ্বংস করবেন; নাকি রক্ষা করবেন।”

2021-03-11 20:39:09

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: